সারাদেশের ন্যায় আজ ৩০ সেপ্টেম্বর বুধবার চাটমোহরে অানুষ্ঠানিকতার মধ্যদিয়ে ‘জাতীয় কণ্যা শিশু দিবস-২০২০’ পালন করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। স্বাগতিক বক্তব্য দেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফছার আলী মন্ডল। আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন- চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল। পথসভাটি উপস্থাপনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্র্যাক্টার কল্যাণ কুমার সরকার।
শোভাযাত্রা এবং পথসভায় বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তর প্রধানগণ, মিডিয়াকর্মী, নারী প্রশিক্ষার্থীগণ, নারী এনজিও কর্মীগণ অংশ গ্রহণ করেন।