রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদকদ্রব্যসহ ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আশরাফুল ইসলাম আশরাফ (৫০), মো: আরিফ (৩৫) ও মো: মাজহারুল ইসলাম চপল (৩২)। আশরাফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে। সে মহাগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আরিফ পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও মাজহারুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মো: মাহবুব আলমের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এফএনএস