নাটোরের লালপুরে গরু চুরি করে পালানোর সময় গরুও ট্রাক সহ হাতেনাতে এক চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ির বিভিন্ন ঘরে শিকল তুলে দিয়ে গোয়াল ঘর থেকে একদল গরু চোর ৫টি গরু চুরি করে পালানোর সময় বাড়ীর লোক বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় গরু চোরের দল দ্রুত ১টি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চারদিক থেকে গরু চোর দলকে ঘিরে ফেলে। এক পর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় পুলিশ একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ট্রাক চালক আজমল (৩০) কে চুরি যাওয়া ১টি গরু ও ট্রাক (ভাই বোন এন্টারপ্রাইজ), ১টি কাঁটার, ১টা চাকু, ১টি রড ও ১মোবাইলসহ আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোর দলের সদস্যদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এফএনএস