তালিবানদের মুখপাত্র, মহম্মদ নঈম বলেন, আমাদের দেশ, আমাদের মূল্যবোধ ও সত্ত্বার ওপর অন্যান্য দেশ বা তাদের মূল্যবোধকে চাপিয়ে দেয়া যাবে নাI আমরা মুসলমান একটি দেশ ,আমাদের দেশ তা চায় নাI
অন্যদিকে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী, আফগান প্রতিনিধি দলের সদস্যা, শরিফা জুমাটি বলেছেন, কোনো আফগান মহিলাই তাদের মূল্যবোধ হারান নিI আফগান মহিলারা ইসলামী ও আফগান মূল্যবোধের ভিত্তিতেই সরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবদান রাখতে চানI ভয়েস অব আমেরিকা