শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে সংলাপে অংশ নিয়ে বললেন, একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেগুলো সম্পন্নের জন্য সময় দিতে হবে। তারপরই একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব। সেই নির্বাচনের জন্য যুক্তিসংগত যতটুকু সময় লাগবে, তা দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত আছে।
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে। সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।
এফএনএস