জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল ভাঙ্গুড়া উপজেলায় মো. আশরাফুল ইসলাম আহবায়ক ও সদস্য সচিব মো. হাসান আলী এবং মো. আব্দুল আহাদ আহবায়ক ও মো. মাসুদ সরকারকে সদস্য সচিব করে পৌর কমিটি অনুমোদন দেয়া হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তারেক জিয়ার প্রজন্ম দল পাবনা জেলা শাখার আহবায়ক মো. বাসেদ খান ও সদস্য সচিব মো. আল-আমিন খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি দেয়া হয়।
তারেক জিয়ার প্রজন্ম দল ভাঙ্গুড়া উপজেলার আহবায়ক আশরাফুল ইসলাম ও পৌর শাখার আহবায়ক আব্দুল আহাদ বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।