উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধি : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার উলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে উলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন পৃথক ভাবে কেক কর্তন, মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান প্রমুখ। এছাড়াও উলাপাড়া বিজ্ঞান কলেজে প্রধান মন্ত্রীর জম্মদিন উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া করা হয়। কেক কাটার পূর্বে অধ্যক্ষ শ্যামল কুমার রায় বক্তব্য রাখেন।