পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ইঞ্জিনিয়ার কুদরত আলীকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সদস্য অধ্যাপক মাওলানা আলী আজগর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মহির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মজিবুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা আশেকে এলাহী সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সদস্য আব্দুস সাদিক। সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।