গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম শুভ জন্মদিন পালন করেছে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম আনুষ্ঠানিক ভাবে কেক (কেটে) কাটেন। এ সময় বিএমএ পাবনা জেলা শাখা’র সভাপতি ডা: মো: গোলজার হোসেন, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো: হানিফ উদ্দিন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আবু জাফর মো: হাবিব উল্লাহ্ চঞ্চল,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়দেব কুন্ডু গনো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মগরেব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফসার আলী মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আলমগীর হোসেন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জন্মদিন পালন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।