1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৮ সময় দর্শন

সারাদেশের মত ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দু’টি পর্বে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমপর্বে ভার্চুয়াল সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো: হুমায়ুন করীর খোন্দকার। ভার্চুয়াল সভায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রেজাউল করিম। বক্তাগণ বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আইন প্রণয়ন করেছে। এই আইনের আওতায় দেশের প্রত্যেকটি নাগরিক তথ্য জানার অধিকারী লাভ করেছে। সুশাসন ও দেশের টেকসই উন্নয়নের স্বার্থে তথ্য অধিকার আইন অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

এই আইনের আওতায় প্রত্যেক জনপ্রতিনিধি ও জন প্রশাসনের কর্মকর্তাগণের তথ্য প্রদানে বাধ্যবাধিকতা রয়েছে। তবে এই আইনটির সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার প্রচারনার প্রয়োজনীয়তা রয়েছে।” দু’টি পর্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host