পাবনার সুজানগরে রোববার সকালে পানিতে ডুবে মরিয়ম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত- মরিয়ম সুজানগর পৌরসভার ভবানীপুর ২০নং ওয়ার্ডের আব্দুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্র ও ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস জানান, রোববার সকাল ১১টার দিকে শিশু মরিয়ম খেলার ছলে বাড়ি সংলগ্ন একটি পুকুরের পানিতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়।
পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে পুকুরের পানি থেকে তার মৃত দেহ উদ্ধার করে।