আজ ২৮ সেপ্টেম্বর, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা,দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন । গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। গত কয়েক বছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শনিবার ২৬ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ বিতর্কে প্রতি বছরের মত আগের রেকর্ডকৃত বাংলায় ভাষণ দেন।
করোনা আতঙ্কের আবহেই তাঁর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সিরাজগন্জের সলঙ্গা থানা আওয়ামী লীগ, সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের মানুষ এ দিন বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন। তাই দিনটি উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগন্জের সলঙ্গায় সব মসজিদে দোয়া এবং মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।