পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে বুধবার রাতে (২০ নভেম্বর) পৌর শহরের কয়েকটি স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তার সঙ্গে,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান,সদস্য সচিব কমল শেখ টিটু,যুগ্ম আহবায়ক দীপঙ্কর সরকার জিতু,আশরাফুল ইসলাম রাজিব,এসকে সাগর, আরেফিন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ুন কবির,সদস্য সচিব সোহেল রানা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন,সদস্য সচিব সুজন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় রাজিব আহসান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনের কারণে বহুদিন মানুষের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছানো যায়নি। তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তিনি ধানের শীষের বার্তা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন।
তিনি আরও বলেন,বিগত ১৭ বছরের নির্যাতনের ইতিহাস থেকে উত্তরণের জন্য আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যেন বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সমর্থন করেন।তাদের সমর্থনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দেশে সকল নির্যাতন-নিপীড়ন বন্ধ হবে এবং দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে রাজিব আহসান উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।