পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙ্গেল জোলার ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চাটমোহর রেলস্টেশনের পশ্চিমে সিঙ্গের জোলার ব্রিজের উপর দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে নিচে পড়ে যায়। নদীর স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার মূহুর্তে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার। তিনি জানান সিরাজগঞ্জ জিআরপি থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এফএনএস