পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যেকোন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাশাপাশি সরকারের সকল দফতরের কর্মকর্তাদের সরকারি সেবা প্রদানে সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সেবা গ্রহিতারা যেন সরকারি কোন কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মফিজুল ইসলাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে আরো বলেন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিলে হবেনা। বক্তব্য বিবৃতির সাথে কাজের মিল থাকলে তবেই দেশের আইন-শৃঙ্খলা এবং কাঙ্খিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ফারুকী আযম, সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জসিম বিশ্বাস, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই খান সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জেলা প্রশাসকের সমীপে সুজানগরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এছাড়া জেলা প্রশাসক মফিজুল ইসলাম এদিন সুজানগরে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এফএনএস