পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভাঙ্গুড়া থানা পুলিশ প্রশাসন। রবিবার রাতে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং ওসি (তদন্ত) আব্দুল করিম প্রেসক্লাবে এসে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ,সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি কবি মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন,তথ্য যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে গত শুক্রবার ১৯ সদস্য বিশিষ্ট ভাঙ্গুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।