পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোফাজ্জল প্রামানিকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে বিএনপি নেতারা মোফাজ্জলের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন। মোফাজ্জল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে মোফাজ্জল প্রামাণিকের দুইটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা ধান, চাল ও পাট সহ সবকিছু পুড়ে তিনি নিঃস্ব হয়ে যান।
জানা যায়, সবকিছু হারিয়ে গত কয়েকদিন ধরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছিলো। পরে স্থানীয় এক ছাত্রনেতার মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএনপি নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে ঘর নির্মাণসহ খাদ্যদ্রব্য ও পোশাক ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ, আবুল হোসেন সরকার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।