পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচিত শূরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে ১৬ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহির উদ্দিন।
এরা হলেন- মাওলানা মো. মুজিবুর রহমান (নায়েবে আমির),অধ্যাপক আবুল হাশেম (সেক্রেটারি), মাওলানা মো. আজহার আলী (বায়তুলমাল),মাওলানা মো. আব্দুল লতিফ (ওলামা), মো. আব্দুস সাদিক (যুব ও ক্রিয়া),মো. জিয়াউর রহমান অফিস (আইটি প্রচার) মাওলানা মো. নুরুল ইসলাম (শিল্প বাণিজ্য) মো. জিল্লুর রহমান (পেশাজীবী),মো. কুদরত আলী (শ্রমিক কল্যাণ),অধ্যাপক মঞ্জিল হোসেন,অধ্যাপক তৈয়্যব আলী,মাওলানা জহুরুল ইসলাম,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা রওশন আলী, খালিদ মশারফ সৈকত ও সিরাজুল ইসলাম।