পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে মাহবুব উল আলম বাবলু (ইত্তেফাক ও নিউনেশন) সভাপতি ও মনিরুজ্জামান ফারুক (মানবজমিন ও বিবৃতি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সদস্যদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্য হলেন, সিনিয়র সহসভাপতি মো: বদরুল আলম বিদ্যুত (দৈনিক নয়াদিগন্ত), সহসভাপতি মো.নুরুজ্জামান সবুজ (আলোকিত প্রতিদিন), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম (কালবেলা), যুগ্মসম্পাদক মাসুদ রানা (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ (আলোকিত বাংলাদেশ), সহসাংগঠনিক সম্পাদক মানিক হোসেন (খোলা কাগজ), দপ্তর সম্পাদক মো.হাফিজ উদ্দিন আনসারী (জীবন কথা) কোষাধ্যক্ষ মো.মজিবুর রহমান (সংগ্রাম), তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম (এশিয়ান টিভি ও আমার সংবাদ), প্রচার সম্পাক মেহেদী হাসান (সময়ের কাগজ), ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হেসেন (সবুজ বাংলা), সাহিত্য সম্পাদক মামুনুর রশিদ (বাংলাদেশ বুলেটিন।
এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন, আইনুল হক (ভোরের চেতনা), শাহিবুল ইসলাম পিপুল (যুগান্তর), এস এম শিমুল (কলম সৈনিক) ও হাসিনুর রহমান (আমাদের বড়াল)।