পাবনার ভাঙ্গুড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত দুটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। এ বছরের মেধাবৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ধর্ম-এই পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়।
পরীক্ষাটি ছিল MCQ (Multiple Choice Questions) আকারে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান পরখ করার জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করেছে।পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউসার আহমেদ। কেন্দ্র পরিদর্শক ছিলেন সহকারি ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মহসিন ও সহকারী অধ্যাপক অধ্যাপক আলী আছগার।
সংশ্লিষ্টরা জানান,কিশোর কণ্ঠ ফাউন্ডেশন প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই ধরনের উদ্যোগের অংশ হয়ে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।