পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর গোলাজার হোসেন (৫৩) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গোলজার হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও থানা সুত্রে জানা গেছে,গোলজার হোসেন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী খলিশাগাড়ী বিলে আমন ধান খেতের কচু পরিস্কার করতে যান। রাত অবধি বাড়ি ফিরে না আসায় এবং আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১১টার দিকে চাটমোহর থানায় তার ভাই গোলাপ হোসেন একটি সাধারণ ডাইরি করেন।
শুক্রবার সকালে কাজীর নালায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় কৃষকেরা। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে তাতে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নাই। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফএনএস