পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিকবৃন্দ,ছাত্র/সমন্বয়কসহ সকল শ্রেণীপেশার মানুষের সাথে পাবনা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২নভেম্বর)দুপুরে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান,পৌর জামায়াতের আমীর হাফেজ মাওঃ আব্দুল গফুর,পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ,করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আরিফুল ইসলামসহ আরও অনেকে। মতবিনিময় সভায় সকল শ্রেনীপেশার মানুষকে নিয়ে উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।