পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
আলোচনা সভায় এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সৃষ্টি না হলে বিএনপি’র সৃষ্টি হতো না। মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম সম্পর্কে জানতো না। সে সময় দেশের ক্রান্তিকালে দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনা যখনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তখনই খুন, গুম, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন ও বিরোধী রাজনৈতিক দলকে নিষ্পেষিত করেছে। গত ১৫ বছর আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
স্বৈরাচার হাসিনা গোটা দেশকে একটি মৃত্যুপুরী ও কারাগারে পরিণত করেছিল। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের সন্তানদেরকে সরকারি চাকরি দেওয়া হয়নি। বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের দোকানপাট ঘরবাড়ি লুটপাট করা হয়েছে। এর প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয়। বিএনপি ও ছাত্র-জনতা একত্রিত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করে।
শেখ হাসিনা একজন খুনী, একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক। এই খুনি হাসিনা ও তার দলের আশ্রয় বাংলাদেশের মাটিতে হবে না। তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়তে হবে।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত পৌর বিএনপি’র আহবায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।