পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন। উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, পৌর বিএনপি’র অন্যতম নেতা আবুল কাশেম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মারুফ হোসেন খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন, পৌর কৃষকদলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবু প্রমুখ। পরে একটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।