1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব আর নেই হাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তি জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম : জামায়াত আমির সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ-তারেক রহমানের স্লোগান বিএনপির সঙ্গে আসন সমঝোতা, গণঅধিকারের তিন নেতার পদত্যাগ ভাঙ্গুড়ায় মেধাবৃত্তি পরীক্ষায়  শরৎনগর প্রা: বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর কৃতিত্ব দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান নির্বাচন সামনে রেখে উন্নয়ন প্রকল্পে নিষেধাজ্ঞা ইসির তারেক রহমানকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি বিএনপির

সুজানগর-কাজীরহাট আঞ্চলি মহাসড়কের বেহালদশা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ সময় দর্শন

পাবনার সুজানগর-কাজীরহাট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলে যানবাহনের পাশাপাশি সাধারণ জনগণের  সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন সড়ক ও জনপথ বিভাগের অধীনস্থ প্রায় ৪০ কিঃ মিঃ দীর্ঘ ওই সড়কটি উপজেলাবাসীর একমাত্র প্রধান সড়ক। সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে বাস ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনযোগে সুজানগর উপজেলা সদর এবং পাবনা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরা সড়কটি দিয়ে রিক্সা, ভ্যান এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহনযোগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। পাশা-পাশি এলাকার ব্যবসায়ীরা স্থানীয় হাট-বাজার থেকে পেঁয়াজ ও পাটসহ বিভিন্ন পণ্য কিনে সড়কটি দিয়ে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করেন।

অথচ দীর্ঘ দিন সড়কটির অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের পাশাপাশি জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলার  বোনকোলা গ্রামের বাসিন্দা আজাহার আলী বলেন সড়কটির খলিলপুর স্লুইসগেট, হাসামপুর, নওগ্রাম, মালফিয়া আসাদগেট, দয়ালনগর, সাগরকান্দী এবং উদয়পুরসহ বিভিন্ন পয়েন্ট থেকে একদম কার্পেটিং উঠে গেছে।

ওই সব পয়েন্টের মধ্যে খলিলপুর স্লুইসগেট পয়েন্ট থেকে কার্পেটিং উঠে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই ওই স্থানে বাস, ট্রাক, মাইক্রোবাস এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পতিত হয়। সেই সঙ্গে ওই গর্তে বাস এবং ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। রংপুর থেকে বরিশালগামী  ট্রাকের চালক মোঃ মন্টু বলেন গত শনিবার সন্ধ্যা রাতে খলিলপুর স্লুইসগেট পয়েন্টের ওই গর্তে যাত্রীবাহী বাস এবং মালামাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

এ সময় বিশেষ করে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া একমাত্র নৌ-রুটে ফেরি পার হয়ে রাজবাড়ী, ফরিদপুর ও বরিশালগামী যানবাহনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শুধু তাইনা ওই সকল যানবাহন যানজটের কারণে যথা সময়ে নাজিরগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছাতে না পারায় নির্ধারিত সময়ের প্রায় ৩ঘন্টা পর ফেরি ছাড়তে হয় বলে জানান, নাজিরগঞ্জ ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট মোঃ খায়রুল ইসলাম।

তিনি আরো জানান, সড়কটির বেহালদশার কারণে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-রুটের যানবাহন দূর-দূরান্ত দিয়ে সড়ক পথে যাতায়াত করছে। এতে ফেরিতে প্রয়োজনীয় যানবাহন না হওয়ায় সরকার কাঙ্খিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন খোঁজ-খবর নিয়ে শিগগিরই ওই সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host