পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে প্রভাষকের বাসায় চুরির দশদিন পর পুলিশ আজ শুক্রবার প্রায় ১০ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে। এই ঘটনাকে উপজেলার বাসিন্দারা থানা পুলিশের ব্যাপক সাফল্য বলে অভিহিত করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.আব্দুল করিম জানান, আফ্রোজা পারভিন ইতি ও ইকবাল হোসেন এই শিক্ষক দম্পতির বাসায় চুরির ঘটনায় সানোয়ার হোসেন(৪২) নামের এক ব্যক্তিকে সম্প্রতি আটক করা হয়। সে পাবনার বেড়া থানার সাংসানেল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশের কাছে সানোয়ারের দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার ভোর রাতে ওসি তদন্তের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অবশেষে সানেয়ার হোসেন তাদের গোয়াল ঘরের মেঝেতে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা একটি বড় কৌটা থেকে কিছু স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা বের করে দেয়। উদ্ধারকৃত সোনার গহনার ওজন প্রায় দশ ভরি বলে জানা গেছে।
আফ্রোজা পারভিন ইতি ও তার স্বামী ইকবাল হোসেন বলেন,স্বর্ণালংকারগুলো দেখে তারা নিশ্চিত হয়েছেন যে,এগুলোই তাদের চুরি যাওয়া গহনা। উদ্ধারকৃত টাকাও তাদের বলে তারা দাবি করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন,গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে দরজার তালা ভেঙ্গে ঐ দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধ্যানের এক পর্যায়ে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত থেকে তাকে রিমান্ডে এনে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় চুরির মামলা দায়ের হয়েছে।
পুলিশের উদ্ধারকৃত তালিকা :