পাবনার সাঁথিয়ায় উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মির্জা আবদুল আউয়ালের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৩১অক্টোবর) দুপুরে সাঁথিয়া পৌর সদরের তিনমাথা মোড় ডাচ বাংলা ব্যাংকের উপড় তলায় জিয়া পরিষদের সদস্য ও বিএনপি নেতা মীর নজমুল বারী নাহিদের সভাপতিত্বে ও পাবনা জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা জেলা জিয়া পরিষদের সভাপতি,কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান জান চৌধুরী,কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুল হক মাসুদ,সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ মল্লিক,উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা।আরও বক্তব্য দেন,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,জেলা জিয়া পরিষদের সহ সভাপতি শামসুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সদস্য ইকবাল হোসেন,ফজলুল হক,বিএনপি নেতা কামরুজ্জামান সেলিম,আকরাম হোসেন,আলামিন মুন্সি,যুবদল নেতা মিজানুর রহমান বাবুল,আবু সাইদ প্রমুখ।