চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া দিয়ার পাড়া গ্রামে
যুবতীর শ্লীলতাহানীর চেষ্টায় আটক ২ যুবককে গ্রাম্য শালিশে ৫০ হাজার
টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫
সেপ্টেম্বর) রাতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে দিয়ার পাড়া গ্রামের বাবলু হোসেনের
মেয়ে বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় চরপাড়া
গ্রামের মৃত মজম প্রামানিকের ছেলে জনি (৩০) ও ময়লাল প্রামানিকের
ছেলে আকতার হোসেন (৪৫) যুবতীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। যুবতীর
চিৎকারে আশে পাশের এলাকাবাসী এসে জনি ও আকতারকে আটক করে। পরে
গুনাইগাছা ইউনিয়ন পরিষদে রাতে সালিশ বৈঠকে অভিযুক্তদের ৫০ হাজার
টাকা জরিমানা করে পরিষদ।
এব্যাপারে গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান,
পরিষদে সালিশ শেষে যুবতীর হাতে জরিমানার ৪০ হাজার টাকা তুলে দেওয়া
হয়েছে। আর ১০ হাজার টাকা পরিষদের খরচ বাবদ রাখা হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, কোন
উপজেলা পরিষদ বা চেয়ারম্যান শ্লীলতাহানীর সালিশ করতে পারে না।