পাবনার সুজানগরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সুজানগর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে রক্তদান, বৃক্ষরোপণ ও এক আনন্দ র্যালির আয়োজন করা হয়।
সকাল ১১টায় সজুানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হওয়া বিশাল ওই র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর গিয়ে শেষ হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচিতে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং সদস্য সচিব ফজলুর রহমান ফজলুসহ উপজেলা ও পৌর যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ অংশ নেন।
এফএনএস