সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ উত্তর-পশ্চিম পাড়া “নতুন বাজারে” দুইদিন ব্যাপী লাঠিবাড়ি খেলার প্রতিযোগীতা শুরু হহয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করছেন শত শত নারী ও পুরুষ মানুষ। বৃহঃবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে সন্ধ্যার পর হতে অলিদহ নতুন বাজারে শত শত মানুষের ঢল নামে। অলিদহ নতুন বাজার কমিটির আয়োজনে এবং এলাকাবাসীর সহযোগীতায় দুইদিন ব্যাপী এ লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে খেলার শেষদিন বিকাল হতেই অলিদহ নতুন বাজারের রাস্তার দুইধারে, বিল্ডিংয়ের ছাদে বসে শত শত মানুষ এই খেলা উপভোগ করতে দেখা গেছে।
আয়োজক কমিটির সমস্য আফছার আলী, নজরুল মেম্বর, আবু মুসা সরকার সহ অনেকে বলেন, আমরা পুরানো দিনের বিনোদন এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা বর্তমান যুগের তরুনদের মাঝে উপহার করে একটু আনন্দ দেবার চেষ্টা করেছি মাত্র। পরবর্তীতে তরুনরা আগ্রহ প্রকাশ করলে আমরা এই বাজারে ভলিবল, হাডুডু, লাঠিবাড়ি সহ পুরাতন সকল খেলার আয়োজন করে উঠতি বয়সের যুবকদেরকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম থেকে দুরে রাখব। আর এই সকল পুরাতন খেলা গুলোর ঐতিহ্য নিয়মিত ভাবে ধরে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।