পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ অক্টোবর) জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ জহুরুল ইসলাম খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাসির উদ্দিন।সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম,লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নকিবুল্লাহ প্রমুখ।
পরে শরৎগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।