পাবনার ভাঙ্গুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় অভিযুক্ত স্বামী সিয়াম আলীকে (২৪) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সে উপজেলার হাটউধুনিয়া গ্রামের আল হেলালের ছেলে। গ্রেপ্তারকৃত সিয়ামকে শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো সিয়াম। এ নিয়ে শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। এতে ওই নারী পাবনার বিজ্ঞ আমলী ৪ নং আদালতে স্বামী সিয়ামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিপদ বুঝতে পেরে কৌশলী সিয়াম স্ত্রীকে তার সংসারে ফিরিয়ে এনে মামলা প্রত্যাহার করান। এরপর সুন্দর আচরণ করতে থাকেন স্ত্রীর সঙ্গে। এরই মাঝে কৌশলে নিজ স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের কিছু ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে ধারন করেন। তারপর আবারও যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে সিয়াম তার স্ত্রীর ভাইয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে মোবাইলে ধারনকৃত বোনের নগ্ন ছবি পাঠিয়ে যৌতুক দাবী করেন। যৌতুক না দিলে ওই ছবি নেটে ভাইরাল করে দেয়ার ভয় দেখানো হয়।
বিষয়টি ওই নারীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ফেসবুকে একটি ফেইক আইডি খুলে স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। পরে ওই নারী পাবনার বিজ্ঞ আমলী ৪ নং আদালতে যৌতুক, পর্ণোগ্রাফী আইন ও পাবনার পারিবারিক আদালতে তিনটি মামলা দায়ের করেন। পর্ণোগ্রাফী আইনে করা মামলায় আদালত ভাঙ্গুড়া থানা পুলিশকে এজহার নিতে নির্দেশ দেন। আদালতের নির্দেশা অনুযায়ী ভাঙ্গুড়া থানা-পুলিশ শুক্রবার রাতে সিয়ামকে গ্রেপ্তার করে।এসময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
ওসি জানান, আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা গ্রহণের পর সিয়ামকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।