ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্স অষ্টমনিষা ইউনিয়ন শাখার কমিটি গঠন
জিয়া সাইবার ফোর্স পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) মো. আবু বাক্কার সিদ্দিক সভাপতি ও মো. মাসুম পারভেজকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জিয়া সাইবার ফোর্স ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রানা আহম্মেদ দুলু এবং সাধারণ সম্পাদক ইরাদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
জিয়া সাইবার ফোর্স অষ্টমনিষা ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক বলেন, ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।