পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার কালিমাতা মন্দিরের টাকা আত্মসাতের কারণে এবার দূর্গাপূজার আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, মন্দিরের সাবেক সভাপতি অশোক কুমার ঘোষের নিকট জমা থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা ফেরত না দিয়ে তিনি আত্মসাতের চেষ্টা করছেন। দিলপাশার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবোধ কুমার ঘোষ বলেন,মন্দিরের টাকা ফেরত প্রদানের জন্য তাকে চাপ দিয়েও লাভ হচ্ছেনা। এজন্য দূর্গোৎসব নিয়ে সবাই দু:শ্চিন্তায় পড়েছেন।
দিলপাশার কালিমাতা মন্দির কমিটির সভাপতি সমরেন্দ্র ঘোষ বলেন,অশোক ঘোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে মন্দিরের ঐ টাকা নিজের হাতে রেখেছেন। এছাড়া সরকার পরিবর্তনের পর তিনি এলাকায় থাকছেন না। এদিকে আগামী মঙ্গলবার শারদীয় দূর্গাদেবীর আসন গ্রহন। সোমবারের মধ্যে টাকা না পেলে এখানে পূজা উদযাপন ব্যহত হবার আশংকা রয়েছে।
এ ব্যাপারে অশোক কুমার ঘোষের মোবাইল (০১৭২৪০১৯৪২৫) নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।।