পাবনার ভাঙ্গুড়ায় সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবু জাফর উজ্জ্বল।উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুস সাদিকদের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর। বিশেষ অতিখি হিসে্বে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য অধ্যাপক আজহার আলী ও শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য অধ্যাপক তৈয়ব আলী, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,সেক্রেটারি আবদুল হাই ভূইয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মালেক,সেক্রেটারি কুদরত আলী,৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব আব্দুল মোত্তালিব প্রমুখ।