ভাঙ্গুড়া প্রতিনিধি :
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আদেশে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মো. আজাদ খানকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে সোমবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার কে উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে পৌরসভার মেয়রের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নির্দেশ পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার জানিয়েছেন।
গত ১৮ আগস্ট অন্তবর্তীকালিন সরকারের জারিকৃত আদেশে উপজেলা পরিষদ(সংশোধনী)অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ ঘ প্রয়োগ করে উপজেলা চেয়ারম্যান অপসারণের আদেশে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব মো. আকবর হোসেন। অনুরুপ ভাবে ৩২(ক)প্রয়োগ করে পৌরসভার মেয়র অপসারণের আদেশে রাস্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছেন উপসচিব মো.মাহবুব আলম।
বিকাল পোনে চারটায় ইউএনও নাজমুন নাহার জানান,সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজীকে স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক নিয়োগ করেছেন।।