ভাঙ্গুড়া প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে বুধবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুকুরে পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী,পৌরসভার মেয়র মো.আজাদ খান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।
আলোচনা সভা শেষে উপজেলায় বড় মাছ চাষে আমিনুল ইসলাম ও পোনা উৎপাদনে শ্যামল কুমারকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহের এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা মৎস্য বিভাগ।