ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর ওপর দ্বিতীয় সেতুর নির্মান কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের আগস্ট মাসে মেন্দা কুঠিপাড়া নামকস্থানে ব্রিজের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়। ২০২০ সালে প্রথম ঠিকাদার নদীতে পাইলিং,বেজমেন্ট ও পিলারের কাজ করেন। পরে দীর্ঘসূত্রিতার কারণে ঐ ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন টেন্ডার আহবান করা হয়। এ পর্যায়ে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।
সরেজমিন জানা যায়, মুল ব্রিজের দৈর্ঘ্য ৯৬ মিটার হলেও এর ভায়া ডাকের (Via Duck ) দৈর্ঘ্য ৮০ মিটার। প্রথম পর্যায়ের কাজে প্রায় ৭ কোটি ব্যয় হয়। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ হয় ৮ কোটি ২৮ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ঠিকাদেরর প্রতিনিধি হারুন আর রশিদ জানান,ব্রিজের এ্যাপ্রোচিং রোড ও চারটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট তিনটি স্লাব ঢালাইয়ের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি আশা করছেন।
উপজেলা প্রকৌশলী আফ্রোজা পারভিন বলেন,পৌর সদরের প্রথম বড়াল বেইলি ব্রিজটি চাপা হওয়ায় পারাপারের সময় প্রচুর যানজট সৃষ্টি হয় কিন্তু এই ব্রিজ নির্মিত হলে জ্যাম অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে মেন্দা হতে মাস্টারপাড়া মোড় পর্যন্ত বাইপাস সংযোগ সড়ক সম্প্রসারণ করা হবে। তখন ভাঙ্গুড়া-নওগাঁ ও অষ্টমণিষা সড়কে যান চলাচল সহজ হবে। জনসাধারণের চলাচল ও ব্যবসায়ীদের মালামাল পরিবহণে দুর্ভোগ অনেক কমে যাবে বলেও তিনি জানান।
এলাকাবাসী জানান,পৌরসভার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারের মধ্যে সেতুবন্ধনকারি বড়াল বেইলি ব্রিজটি উপজেলার সাথে যোগায়োগের মূল ব্রিজ। অথচ এটা স্টিল পাতের তৈরি এবং সরু। তাই এর অবকাঠামো অপসারণ করে সেখানে অবিলম্বে আরসিসি স্লাব ঢালাই ব্রিজ নির্মাণের জন্য তারা দাবি জানিয়েছেন।।