ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম পরীক্ষায় নকলের দায়ে একজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। জানাগেছে,মার্কেটিং নীতি ও প্রয়োগ ২ পরীক্ষায় ঐ শিক্ষার্থীকে নকল করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী বহিস্কার করেন। বহিস্কৃত শিক্ষার্থীর রোল ৪৪০০২৬৭৭৩০ । সে অষ্টমণিষা বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে ১.৩ ধারায় হল থেকে বহিস্কার করা হয়েছে। অবশিষ্ট পরীক্ষায় কেউ যাতে হলে নকল নিয়ে প্রবেশ না করতে পারে সেজন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।