যশোর শহরতলীর ধর্মতলা কাঁচাবাজারে বোমা হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, ধর্মতলা গাজীপাড়ার রবিউলের ছেলে রাসেল (২২), ধর্মতলা খ্রিষ্টাণ কবরস্থানের পাশের তবিবরের ছেলে সোহেল (২৪), লিটনের ছেলে আরাফাত রাজু (২৪), খোলাডাঙ্গা ব্রাক অফিসের পেছনের দ্বীন মোহাম্মদের ছেলে রেজোয়ান হোসেন নাহিদ (১৯), ধর্মতলা গাজীপাড়ার আব্দুল আলিম ওরফে বোবা আলিমের ছেলে জিসান (২১), বারান্দী মোল্লাপাড়ার শুভ (২৪), সজুলপুর মাঠপাড়ার মোতাচ্ছিন হাওলাদারের ছেলে সজল (২৪), কারবালা পুকুরের উত্তরপাড়ের সোলাব (২৭) এবং ধর্মতলা কাঁচাবাজারের আসাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)। খোলাডাঙ্গা গাজীপাড়ার মনির আহমেদ খানের ছেলে তারেক হাসান কোতয়ালি মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা ওই এলাকায় আধিপত্য বিস্তার করতে থাকে।
এই নিয়ে তার সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারা তাকে নানাভাবে হত্যার হুমকি দিতো। বুধবার সন্ধ্যার দিকে তিনি ধর্মতলা কাঁচাবাজার এলাকার আজিম ফার্মেসির সামনে কয়েকজন দাড়িয়ে ছিলেন। সে সময় আসামিরা তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনায়। বোমার বিকট শব্দে আশেপাশের এলাকা প্রকম্পিত হয়। বাজারে থাকা লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। বোমার স্প্রিন্টারের আঘাতে তিনিসহ বেশ কয়েকজন সামান্য জখম হন। পরে আশেপাশের লোকাজন রাসেল নামে এক দুর্বৃত্তকে ধরে গণপিটুনি দেয়। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার উদ্ধার করে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রেজোয়ান হোসেন নাহিদ ও সুজন ইসলাম জিসানকে আটক করে। আটক তিনজনকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।