ভাঙ্গুড়া প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক মানিক হেসেনের হাটুতে অস্ত্রপচার শনিবার সম্পন্ন হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতাল এই অপারেশন করা হয়। অপারশনটা খুব জটিল ছিল বলে জানা যায়। শেষ পর্যন্ত চিকিৎসক তার পায়ের হাটুর দ্বিখন্ডিত প্যাটেলা বা মালই জোড়া লাগাতে পেরেছে। তবে কতদিন পর তিনি স্বাভাবিক ভাবে হাটতে পারবেন তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এদিকে সাংবাদিক মানিকের দরিদ্র পিতা মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ছেলের চিকিৎসার জন্য ধার দেনা করে এ পর্যন্ত দুই লাখ টাকা খরচ করেছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, নকল দুধ তৈরির সংবাদ প্রকাশের জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন কে সন্ত্রসীরা প্রকাশ্যে দিবালোকে বেধড়ক পিটিয়ে তার বাম পা ভেঙে দেয়।
এ ব্যাপারে মানিকের বাবা বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা করলেও আসামীরা প্রভাবশালী হওয়ায় তারা পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছননা বলেও অভিযোগ উঠেছে।