ভাঙ্গুড়া সংবাদদাতা:
তীব্র তাপ প্রবাহে পশু-পাখির হিট স্ট্রোক প্রতিরোধে এবং খামারিদের সচেতনায়নের জন্য পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নানা কমসূচী গ্রহন করেছে। এগুলোর মধ্যে উঠান বৈঠক,স্যালাইন বিতরণ,খামার পরিদর্শন ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চিকিৎসকরা ভাঙ্গুড়া ইউনিয়ন ও দিলপাশার ইউনিয়নের কয়েকটি গ্রামের খামার পরিদর্শন ও উঠান বৈঠক করেন। এ সময় পশুপাখির স্যালাইন ও লিফলেট বিতরণ করা হয়।
চরভাঙ্গুড়া গ্রামের নারী খামারি ছখিনা খাতুন বলেন,গরমে গরুগুলো খুবই হাঁপায় ফলে তিনি চিন্তায় পড়েছিলেন। উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ডাক্তারদের পরামর্শমত ব্যবস্থা নেওয়ায় এখন পশুগুলো অনেকটা স্বাভাবিক রয়েছে।
উপজেলা লাইভস্টক অফিসার ডা.রুমানা আকতার রোমি বলেন,প্রচন্ড গরমে কিছু গবাদিপশু ও ব্রয়লার মুরগী হিট স্ট্রোকে মারা গেছে । এজন্য প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য তারা নিয়মিত মাঠে কাজ করছেন।