ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকান্ডে একটি বাড়ি ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি সোমবার বিকালে অষ্টমনিষা ইউনয়নের ছোটবিশাকোল গ্রামে সংঘটিত হয়। বাড়ির মালিকের নাম মো.আব্দুল হামিদ। তিনি উপজেলার শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের পরে হঠাৎ ঐ বাড়ির একটি কক্ষে তারা আগুন দেখতে পান। তখন একদিকে প্রচন্ড তাপদাহ অন্যদিকে আগুন,ফলে মানুষ অসহায়ের মতো দাঁড়িয়েছিল। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে শেষ হয়।
আব্দুল হামিদ বলেন,অগ্নিকান্ডে তার সেমিপাকা বাড়ির পাঁচটি কক্ষই পুড়ে গেছে। ইলেট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে তার ধারনা। ঘটনার সময় তারা বাড়িতে না থাকায় কক্ষগুলো তালাবদ্ধ ছিল। ফলে কোনো কিছু উদ্ধার করা যায়নি। তিনি আরো বলেন অগ্নিকান্ডে নগদ ৮৫হাজার টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা বলে তিনি জানান। এখন তার একটি ঘরও বসবাসের ্উপযোগী নেই বলে মূর্ছা পড়েন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ক্ষতিগ্রস্থ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানের জন্য তারা কাজ করছেন।।