ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে ৭দিন ব্যাপি বই মেলা ও সাংস্কৃতিক উৎসব জমে উঠেছে। মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। বইয়ের স্টল গুলোতে ভালো বিক্রি হয় বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও এসি ল্যান্ড তাসমিয়া আক্তার রোজী মেলার স্টল থেকে বই ক্রয় করেন। বিকালে মেলা প্রাঙ্গণ লোকে ভরপুর হয়ে যায় বলে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানিয়েছেন। এছাড়া মেলা মঞ্চে সান্ধ্যকালীন ম্যাগাজিন অনুষ্ঠান উপভোগ করতে অনেক দর্শক সমাগম ঘটে।
রবিবার পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মো.মকবুল হোসেন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । প্রতি বছরের ন্যায় এবার ৩১তম এই বই মেলার আয়োজন করেছে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ। মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।