বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক,এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তৌফিকুল আলম তৌফিক আজ সোমবার বেলা ১১টায় ইত্তেকাল করেছেন(ইন্নাল্লিাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকার এক অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বিকাল ৩টায় ঢাকায় প্রথম জানাযা শেষে তার মরদেহ পাবনার উদ্দেশ্যে রওনা করবে। রাত দশটায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে সবর্স্তরের মানুষ শেষ বারের মত মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পাবনায় মরহুমের নামাজে জানাযায় সকলকে উপস্থিত থেকে মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনায় পাবনা জেলা কৃষকলীগের সহ-সভাপতি ড.নাহিদ হোসাইন অনুরোধ জানিয়েছেন।