1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় গোদোহন সহজিকরণে বিনামুল্যে মিল্কিং মেশিন বিতরণ 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৬ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর  ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গোদোহন সহজিকরণে সোমবার  প্রডিউসার গ্রুপ(পিজি) খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.বাকি বিল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রুমানা আকতার রোমি,কৃষি অফিসার শারমিন জাহান,পল্লি উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রুমানা আকতার রোমি বলেন,উপজেলার ১৭টি পিজি গ্রুপের প্রত্যেক সেন্টারে বিনামুল্যে একটি করে মিল্কিং মেশিন প্রদান করা হয়। এই মেশিন পাওয়ার ফলে খামারীদের গাভী দোহন করা সহজ হবে। এছাড়া গাভীগুলো এখন দোহন প্রদাহ থেকেও রক্ষা পাবে বলে তিনি জানান।

উপজেলার কলকতি গ্রামের খামারি বাবলুর রহমান বলেন,বিনামুল্যে মিল্কিং মেশিন পেয়ে তারা খুবই উপকৃত হলেন। এখন গোদোহোন কাজে লেবার খরচ কমে যাবে। এত করে দুগ্ধ খামারিদের লভ্যাংশ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য,প্রতিটি পিজিতে ৪০জন খামারি রয়েছে। ফলে এই মিল্কিং মেশিন দ্বারা মোট ৬শ৮০জন খামারি তাদের ২ হাজার গাভী দোহোন সু্বিধা পাবেন।

 

ছবি ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): উপজেলার  প্রডিউসার গ্রুপ(পিজি) খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.বাকি বিল্লাহ ও ইউএনও মো. আরাফাত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host