ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত হোসেন মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক,প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম,কালের কন্ঠ প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
ইউএনও মো: আরাফাত হোসেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আক্তার রোমি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হালিমা খানম ও অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সি:সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, বিএম কলেজের অধ্যক্ষ মো: বদরুল আলম,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকন,মনোওয়ার হোসেন খান মিঠু,সুলতানা জাহান বকুল,মো: আফসার আলী,মো: আব্দুল হান্নান,সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।