বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পাবনায় সোমবার বিকালে রাষ্ট্রপতিপুত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আরশাদ আদনান রনির নেতৃত্বে স্মরণকালের বিশাল শান্তি মিছিল হয়েছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, আনিসুজ্জামান দোলন, রফিকুল ইসলাম রুমন, মোস্তাক আজাদ প্রমুখ।