পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে বিএনপির ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় নেতাকর্মীদের কাছ থেকে ১০ টি তাজা পেট্রোল বোমা, চাকু ও লাঠিসোটা উদ্ধার করা হয়।
রবিবার ভোর ৫ টায় পৌরসভার শরৎনগর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন (৫৭), সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক (৫৪), পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম (৪৭), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আলী মোল্লা (২৮), যুবদল নেতা রিপন হোসেন(৩২),কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামি (২৩),আবু সাইদ(৫০), সাদ্দাম হোসেন(৩০), আব্দুর রাজ্জাক(৫০),শাহাদাত হোসেন(৩২), আব্দুল খালেক(৪৭), আবুল হাসান(৪৫), আবুল হোসেন (৩৪), সাহেব আলী (২৪), রাশিদুল ইসলাম(৩৭), মোকছেদুল ইসলাম(৩৩), আল আমিন(৩৩), ইসলাম আলী(৫০), নুরুজ্জামাল(৫০), রমজান আলী(২৮), জিয়াউর রহমান(৩৭), আব্দুল মোনায়েম(৫৫) ও নিহাজ অভি(২৩)।
তাদের বাড়ি ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার দাবি করেন, বিএনপি নেতা-কর্মীরা কোনো গোপন মিটিং করে নাশকতার পরিকল্পনা করেননি। ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে রাতে বাড়ি ফেরার পথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।