পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলার কৈডাঙ্গা রেল ব্রীজে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, আব্দুস সালাম নিজ বাড়ি থেকে পরিবারিক কাজে কৈডাঙ্গা খাঁ পাড়া গ্রামে আসে দুপুরের দিকে। কাজ শেষে আবার বিকাল সাড়ে ৩টা দিকে নিজ বাড়ি ফিরে যাওয়ার পথে ২৪নং কৈডাঙ্গা রেল ব্রীজ পার হচ্ছিলেন। রেল ব্রীজের ওঠার সময় ঢাকা গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে চলে আসে। এ সময় তিনি ব্রিজের পিলারের উপর আশ্রয় নেওয়ার সময় ট্রেন এসে তাকে ধাক্কা দিলে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ভাঙ্গুড়া থানার (ওসি) আলহাজ¦ মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।